জিটিএ নির্বাচনে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতে জয়ী হল তৃণমূল। যার মধ্যে পাহাড়ের ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। আর জয়ের উল্লাসে বৃষ্টির মধ্যেও সবুজ আবীর ওড়ালেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আইনি জটিলতা কাটিয়ে ১০ বছর পর জিটিএ নির্বাচন হয়েছে। আজ সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। জয়ের পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বিনয় তামাং।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিনয় তামাং বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপযুক্ত মনে করে লড়াইয়ে শামিল করেছেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এই জয় আমার নয়, এটা পাহাড়ের মানুষের জয়।’ উল্লেখ্য, পাহাড়ে জিটিএ নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনীত থাপার দল ৪৫টি আসনের মধ্যে পেয়েছে ২৭টি আসন। এছাড়া, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৮টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে আটটি আসনে জয়ী হওয়ার পর অজয় এডওয়ার্ড বলেন, ‘এবার থেকে পাহাড়ে আর কোনও দুর্নীতি বা স্বজন পোষণ চলবে না।’ এর পাশাপাশি, নির্দলরা ৫টি আসনে জয়ী হয়েছে।