ভূপতিনগর বিস্ফোরণ। সেই বিস্ফোরণ নিয়ে এফআইআর করেছিল পুলিশ। তবে এনআইএর তদন্তে দেখা গিয়েছে একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে সেই এফআইআরের বয়ান মিলছে না। আর এই যে ফারাক এটা কোনওভাবেই আচমকা হয়েছে এমনটা নয়। এমনকী দুর্ঘটনাক্রমেই এই ফারাক হয়ে গিয়েছে এমনটাও নয়। এমনটাই দাবি করা হচ্ছে।
এনআইএর আইনজীবী শ্য়ামল ঘোষ জানিয়েছেন, ভূপতিনগর বিস্ফোরণের পরে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও এফআইআরে মধ্য়ে অনেকটা ফারাক রয়েছে। যেমন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন,২০২২ সালের ২রা ডিসেম্বর রাত ১০টা নাগাদ এই বিস্ফোরণ হয়েছিল। আর সেই রাতে যে এফআইআর করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে ওই ঘটনাটি হয়েছিল রাত সাড়ে আটটা নাগাদ।
সেই সঙ্গেই ওই আইনজীবী জানিয়েছেন, তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন করেছিলেন বিচারপতি। তারপরই এনিয়ে এই ফারাকের বিষয়টি সামনে আসে। এদিকে দ্বিতীয় এফআইআরে উল্লেখ করা হয়েছে, রাজকুমার মান্নার বাড়িতে বিরাট বিস্ফোরণ হয়েছিল। এর জেরে রাজকুমার, বুদ্ধদেব মান্না ও বিশ্বজিৎ গায়েন গুরুতর জখম হন। পরে তাদের হাসপাাতলে মৃত্যু হয়।
এদিকে আদালতে শুনানির সময় এনআইএ এনিয়ে প্রশ্ন করা শুরু করেছিল তার জবাবে প্রত্যক্ষদর্শীরা সেই সময় জানিয়েছিলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে ওখানে এই পরিস্থিতি হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এফআইআর আর প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলছে না কিছুতেই। এনিয়ে সন্দেহ করা হচ্ছে যে এফআইআর পরে হয়তো বদল করা হয়েছিল।