পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতারির ঘটনায় আরও চাপে এরাজ্যের পুলিশ। গ্রেফতার হওয়া আরও এক বাংলাদেশি জঙ্গির কাছে পাওয়া গেল পশ্চিমবঙ্গে তৈরি পরিচয়পত্র। আদালতে রিপোর্ট পেশ করে একথা জানিয়েছে NIA. এর ফলে শাদ রাদিসহ ২ জঙ্গির কাছে পাওয়া গেল পশ্চিমবঙ্গের পরিচয়পত্র। যা রীতিমতো ভাবাচ্ছে গোয়েন্দাদের।আদালতে রিপোর্ট দিয়ে NIA জানিয়েছে, অসম পুলিশের STFএর অভিযানে গ্রেফতার হয় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারইল বাংলার অন্যতম শীর্ষনেতা সইফুল। জানা গিয়েছে, ধৃত সইফুল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতের কাছে পাওয়া গিয়েছে আধার কার্ড। সেই আধার কার্ড তৈরি হয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ সীমান্ত দিয়েই ভারতে অনুপ্রবেশ করেছিল সে। অরবি শিক্ষক পরিচয় দিয়ে ভারতে বসবাস করছিল সইফুল।এর আগে আনসার জঙ্গি শাদ রাদিকে কেরল থেকে গ্রেফতার করে অসম পুলিশ। তদন্তে উঠে আসে, ধৃত বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা হলেও ভারতে অনুপ্রবেশ করে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছে সে। তার কাছে রয়েছে ভারতের প্রায় সমস্ত পরিচয়পত্র। যা মুর্শিদাবাদেই তৈরি। এছাড়া মুর্শিদাবাদ থেকে শাদ রাদির সহযোগী ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারা রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি মাদ্রাসা খুলে কিশোর - কিশোরীদের মনে ইসলামিক চরমপন্থার বিষ ছড়াচ্ছিল।একের পর এক জঙ্গির কাছ থেকে পশ্চিমবঙ্গে তৈরি নথি উদ্ধার হয় উদ্বেগ প্রকাশ করছেন গোয়েন্দা কর্তারা। তাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকা অনুপ্রবেশকারীদের হাবে পরিণত হয়েছে। যার মাধ্যমে ভারতে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে জঙ্গি সংগঠনগুলি।