রামপুরহাট গণহত্যা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত নাজমা বিবির স্বামী শেখলাল শেখ। সোমবার শাসকদল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বাদ যাননি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সোমবার দুপুরে রামপুরহাট মেডিক্যাল কলেজে মৃত্যু হয় রামপুরহাট গণহত্যায় দগ্ধ নাজমা বিবির। ৭ দিন যমে মানুষে টানাটানির পর সোমবার হার মানেন তিনি। এর পরই ক্ষোভে ফেটে পড়েন নাজমা বিবির স্বামী শেখলাল শেখ, পুলিশ ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন তিনি।
এদিন শেখলাল বলেন, ‘ওই দিন ভাদুর লোকজনই আগুন লাগিয়েছিল। ভাদুর বালু আর পাথরের ধান্দা করত। এছাড়া ওর ৪০ – ৫০টা ছেলে ছিল। তারা পাথরের গাড়ি থেকে তোলাবাজি করত। ভাদু খুন হওয়ার পর থেকে আর তাদের দেখা পাওয়া যাচ্ছে না। ভাদুর কালোটাকার ভাগ সবাই খেয়েছে। আইসি, এসডিপিও, আনারুল, এমনকী অনুব্রতও বাদ যাননি।’
শাসকদলের জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি তোলাবাজারির বখরা নেওয়ার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি মিহিলালের পর শেখলালকেও জেরা করবে সিবিআই?