ডাউন চেন্নাই–গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেসে ঘটল শিউরে ওঠার মতো ঘটনা। আর এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এক যুবককে কয়েকজন যুবক চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ। শুক্রবার বেশি রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়ের হয়েছে। এমনকী এই ঘটনায় দু’জনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে বলে খবর।
ঠিক কী ঘটেছিল ট্রেনে? ওই যুবক খাবার খাওয়ার সময় ধাক্কা লাগে অন্য যাত্রীর থেকে। তার জেরে যুবকের খাবার–সহ কৌটো পড়ে যায়। তখন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যুবক। তা থেকে অন্যান্যদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। তখনই চলন্ত ট্রেন থেকে ওই যুবক যাত্রীকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠল সহযাত্রীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে ডাউন চেন্নাই–গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেসে। ওই যুবকের শ্যালক আজ, শনিবার রামপুরহাটে রেল পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই রেল পুলিশ অসমের দুই যুবককে গ্রেফতার করেছে।
আর কী জানা যাচ্ছে? চেন্নাই–গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেস ওড়িশা পার করার পরই রামপুরহাটের দাদপুর গ্রামের যুবক ঈদেল শেখকে ট্রেন থেকে ফেলে দেয় অন্য সহযাত্রীরা বলে অভিযোগ। তারপর থেকেই খোঁজ মেলেনি তাঁর। এই ঘটনা নিয়ে যুবকের শ্যালক নেকবর শেখ জানান, তাঁরা চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন। ছুটিতে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। শুক্রবার রাতে ডাউন চেন্নাই–গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেসে কয়েকজন যুবকের সঙ্গে ঈদেল শেখের ঝগড়া লাগে। খাবার খাওয়ার সময় অন্যদের ধাক্কায় যুবকের খাবার পড়ে যায়। তার প্রতিবাদ করতেই এই ঘটনা ঘটে।