সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ভয়াবহ বিস্ফোরণ। পর পর ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল বহুতলের একাংশ। এই ঘটনায় বহুতলের ৪ বাসিন্দা আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে বিস্ফোরণ হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে
ঘটনা মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকারপাড়ার। স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা বেরিয়ে দেখেন ৪ তলা একটি বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়েছে। সেখানে জ্বলছে আগুন। এর কিছুক্ষণের মধ্যে ফের বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় আসেপাশের বাড়ির কাচ ভেঙে পড়ে। এর পর তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। বাড়ির মালিকসহ আরও ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় এক যুবক বলেন, সকালে ঘুম থেকে উঠে সবে খবরের কাগজ নিয়ে বসেছি। তখনই শুনি বিকট আওয়াজ। চারিদিক কেঁপে ওঠে। একই সঙ্গে কিছু ভেঙে পড়ার শব্দ শুনি। প্রাথমিক আতঙ্ক কাটিয়ে বাইরে বেরিয়ে দেখি সামনের বাড়ির বারান্দা ভেঙে পড়েছে। সেখানে আগুন জ্বলছে। ওদের বাড়িতে ওখানে সিলিন্ডার রাখা থাকত। ওদের ২টো গ্যাস কানেকশন ছিল। একটি সিলিন্ডার সব সময় মজুত থাকত। প্রচণ্ড গরমে সেটিতেই বিস্ফোরণ হয়েছে বলে মনে হয়।
আরও পড়ুন - প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED
ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। সিলিন্ডারই বিস্ফোরণ হয়েছে, না কি সেখানে মজুত ছিল অন্য কিছু জানতে তদন্তে নেমেছেন মহেশতলা থানার আধিকারিকরা।