বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা একটি নির্দিষ্ট সময় পর পর অবস্থান পাল্টা। আর প্রতিটি গ্রহের স্বামীত্বে থাকা একটি করে নির্দিষ্ট রাশি রয়েছে। যেমন বুধের রাশি মিথুন। এর এই মিথুনে বগু দশক পর এক বিরল ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এমনই মত জ্যোতিষশাস্ত্রবিদদের। এই মিথুন রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি করছেন সূর্যদেব, বুধদেব, আর গুরু বৃহস্পতি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কারা লাকি।
মিথুন
আপনার রাশির লগ্ন স্থানে তৈরি হচ্ছে এই যোগ। এরফলে এই সময় আপনার কেরিয়ারে বিপুল উন্নতি দেখা যাচ্ছে। আপনার কেরিয়ারের দিক থেকে আপনি বেশ কিছু ভালো সুযোগ পাবেন। জীবন সঙ্গীর থেকে সব কাজে ভালো সহযোগিতা পাবেন। আপনার উন্নতির রাস্তা প্রশস্ত হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। পার্টনারশিপের কাজে পাবেন সাহায্য।
( বিজেপি শাসিত এই রাজ্যটিতে কলেবরে বাড়ছে তৃণমূল! বিভিন্ন দল ছেড়ে শতাধিকের যোগদান ঘাসফুলে)
( দেশ জুড়ে তুঙ্গে ধরপাকড়! দক্ষিণের শহরে ধৃত ISর সন্দেহভাজন, ছক ছিল বিস্ফোরণের, কাশ্মীরে জালে কারা?)
( পাক বিদেশমন্ত্রী ছুটলেন চিনে, জয়শংকর পা রাখছেন ইউরোপের ৩ তাবড় দেশে! দিল্লির ফোকাসে কী?)
ধনু
আকস্মিক ধন সম্পত্তির প্রাপ্তি হতে পারে। এই যোগ আপনার কুণ্ডলীর দ্বিতীয় স্থানে হতে পারে। আপনার বাণীতে প্রভাব দেখা যাবে। যার ফলে অনেকে প্রভাবিত হতে পারেন। ব্যক্তিত্ব আর পেশাগত সম্পর্কে জোর আনতে হবে। আর্থিক পরিস্থিতি এই সময় ভালোর দিকে যাবে। আগের থেকে টাকাকড়ির দিক দিয়ে সময় ভালো কাটবে।
কন্যা
ত্রিগ্রহী যোগ তৈরি হলে তার জেরে লাভ পেতে পারেন একাধিক রাশির জাতক জাতিকারা। এই সময় আপনার কাজের দিক থেকে সময় ভালো কাটবে। উন্নতির রাস্তা চওড়া হবে। সমাজে মান সম্মান পেতে আরম্ভ করবেন। কর্মক্ষেত্র থেকে পরিবারে সম্প্রীতি দেখা যাবে। সকলে তাল মিল রেখে কাজ করবেন। চাকরিহারারা পেতে পারেন চাকরি। ব্যবসায়ীরা ভাল রকমের মুনাফা পুরতে পারেন পকেটে। তাঁদের ধনলাভের সুযোগ রয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবসায় বিস্তারও হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )