পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি > বিবাহ-সন্তানসুখ লাভের জন্য শ্রাবণে কী করবেন, জানুন
মহাদেবকে প্রসন্ন করার জন্য শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ। মনে করা হয়, এ সময় ভোলানাথ নিজের শ্বশুড়বাড়িতে থাকেন। তাই ভক্তদের মনস্কামনা পূর্ণ করতে সময় লাগান না। জ্যোতিষ মতে, এমন কিছু উপায়ে আছে, যা করলে অতিশীঘ্র ফল পাওয়া যেতে পারে।
- শ্রাবণ মাসে রোজ ২১টি বেলপাতার ওপর ওম নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করা উচিত। এর পরের দিন এই বেলপাতাগুলিকে কোনও গাছের গোড়ায় রেখে দিন।
- শীঘ্র বিবাহ করতে চাইলে জাফরান মেশানো দুধ দিয়ে শিবের অভিষেক করলে, মনস্কামনা পূর্ণ হয়।
- বাড়িতে কলহ-বিবাদের পরিবেশ থাকলে, গুগ্গুলের ধূপ জ্বালান।
- শ্রাবণ মাসে গোরুকে সবুজ ঘাস খাওয়ালে আয় বৃদ্ধি হয়। আবার কোনও দরিদ্র ব্যক্তিকে শুকনো খাবার দিলে বাড়িতে অন্নাভাব হয় না।
- জলে কালো তিল মিশিয়ে ওম নমঃ শিবায়ে মন্ত্রোচ্চারণের মাঝে শিবের অভিষেক করলে মানসিক শান্তি লাভ করা যায়। নবগ্রহ শান্তির জন্য শিবের অভিষেক করার সময় নবগ্রহ শান্তি মন্ত্র উচ্চারণ করা উচিত।
- হলুদ মেশানো দুধ দিয়ে শিবের অভিষেক করলে, সন্তান সুখ লাভ করা যায়।
- বিবাহযোগ্য মেয়েরা গৌরীকে সাজসজ্জার সামগ্রী অর্পণ করলে ইচ্ছামতো জীবনসঙ্গী পেতে পারেন।