বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য আর শুক্রের অর্ধকেন্দ্র যোগ শুরু হয়ে গিয়েছে। গতকাল ১৭ মে ২০২৫ থেকে সূর্য আর দৈত্যগুরু শুক্র এই যোগ তৈরি করতে চলেছেন। ১৭ মে রাত ১০ টা ২৫ মিনিটে সূর্য আর শুক্র একে অপরের সঙ্গে ৪৫ ডিগ্রি কৌণিক অবস্থানে ছিলেন। তার জেরেই তৈরি হয়েছে অর্ধকেন্দ্র যোগ। তার ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি? দেখে নিন।
মেষ
এই রাশির জাতক জাতিকারা অর্ধকেন্দ্র যোগের ফলে বিশেষভাবে লাভ পাবেন। এই যোগে শুক্র আপনাদের জন্য ফলদায়ী প্রমাণিত হতে পারেন। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে যেতে পারেন। তা দীর্ঘ যাত্রা হতে পারে। তবে এতে আপনি দারুণ লাভ পেতে পারেন। বিদেশে যাত্রা করতে পারেন। আপনি বেতনে হু হু করে বৃদ্ধি হতে পারে। ব্যবসায় সাফল্য পেতে পারেন। জীবনে আসতে পারে সুখ শান্তি। বিনোদনের দৃষ্টি থেকে সময় ভালো কাটবে। মনোরঞ্জনের দৃষ্টি থেকে সময় ভালো কাটবে।
কর্কট
মান সম্মানে বৃদ্ধি হতে চলেছে। সূর্যের কৃপায় জাতক জাতিকারা আলাদা করে লাভ পেতে পারেন। সূর্য আর শুক্রের এই অর্ধকেন্দ্র যোগের ফলে আকস্মিক ধন লাভ ওম ধনসম্পত্তি লাভ হতে পারে। এই সময় কোনও বড় লগ্নি করতে পারেন। আপনার যোগ্যতা আর ট্য়ালেন্ট দিয়ে বড় কোনও প্রাপ্তিযোগ আপনার ভাগ্যে আসতে পারে। চাকরিরতদের জন্য এই সময় ভালো হবে। মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকতে চলেছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকতে চলেছে। কোনও ধার্মিক কাজে পেতে পারেন লাভ। গাড়ি, বাড়ির দিক থেকে পেতে পারেন লাভ।
( ২০২৫ একদন্ত সংকষ্টী চতুর্থীর তিথি শুরু! দেখে নিন গণেশদেবের প্রিয় রাশির তালিকা, আপনিও আছেন?)
( আর ২ দিনের অপেক্ষা! তারপর কেতুর খেলা শুরু হবে, ভাগ্য ফিরবে মিথুন সহ কাদের?)
( মাওবাদী অপারেশনে ২০০ বার মৌমাছির দংশন সহ্য করেছে CRPFর 'স্নিফার ডগ' রোলো! শেষে ঘটল…)
বৃশ্চিক
অর্ধকেন্দ্র যোগ আপনাদের জন্য লাভদায়ী প্রমাণিত হতে পারে। সন্তানের তরফে কোনও শুভ সংবাদ পেতে পারেন। আমোদ প্রমোদের জন্য সময় ভালো কাটবে। মান সম্মান বৃদ্ধি পেতে পারে। নেতিবাচক কোনও ধারণা থেকে এবার মুক্তি পেতে পারেন। ব্যবসা থেকে খুবই লাভ পেতে পারেন। ব্যবসায়িক কোনও রণনীতি আপনি বানিয়ে থাকলে, তা থেকেও ঘরে আসতে পারে লাভ। কর্মস্থলে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও উজ্জ্বল হবে। যে দায়িত্ব আপনি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন।