প্রতিমাসে সূর্য নিজের স্থান পরিবর্তন করে, যার ফলে কোন না কোন রাশিতে অবস্থান করে সূর্য। দৃক পঞ্চাং অনুসারে, আগামী ১৬ জুলাই ২০২৫ বিকেল ৫:৪০ মিনিট নাগাদ সূর্য কর্কট রাশিতে গমন করবে। ১৬ আগস্ট পর্যন্ত এই রাশিতে থাকবে সূর্য।কর্কট রাশিতে সূর্যের এই অবস্থান তৈরি করবে বুধাদিত্য রাজযোগ, কারণ ইতিমধ্যেই বুধ কর্কট রাশিতে রয়েছে। যেহেতু বুধ এবং সূর্যের সম্মিলিত অবস্থানে তৈরি হয় বুধাদিত্য রাজযোগ, ফলে বহু বছর পর এই বিরল রোগ তৈরি হতে চলেছে। এই যোগ তৈরি হওয়ায় বেশ কিছু রাশি লাভবান হতে চলেছে আগামী সময়ে।কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন? ধনু রাশি: এই বুধাদিত্য যোগ তৈরি হওয়ায় ধনু রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। এইসময় এই জাতক জাতিকাদের সমস্ত কাজ সফল হবে। এই সময় আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে থাকবেন ধনু রাশির জাতক জাতিকারা। ভাগ্য সব সময় সহায় হবে।বৃশ্চিক রাশি: সূর্যের স্থান পরিবর্তনের ফলে তৈরি হওয়া বুধাদিত্য রাজযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে। প্রেম জীবন ভীষণ সুন্দর হয়ে উঠবে। কর্মক্ষেত্রে অগ্রগতি লাভ করবে এই রাশির জাতক-জাতিকারা। সঙ্গীর সঙ্গে বন্ধন দৃঢ় হবে। আর্থিক অবস্থারও উন্নতি হবে।কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা সমূহ উপকার পাবে সূর্যের এই স্থান পরিবর্তনের ফলে। এই রাশির জাতক জাতিকারা পরিবারের পূর্ণ সমর্থন পাবেন যে কোনও কাজে। দক্ষতা দিয়ে কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এরা। সবদিক থেকেই উন্নতি হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের।