Somvati Amavasya donation astrology: সোমবতী অমাবস্যার তিথি বিশেষ করে দান এবং পুণ্য অর্জনের দিন। এই দিনে করা ভালো কাজ ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং তাকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যায়, পূর্বপুরুষের আশীর্বাদ এবং দরিদ্রদের সাহায্যে পুণ্য অর্জিত হয় এইদিনে, আসুন জেনে নিই এ সম্পর্কে।