Shukra gochar in Kumbh Astrology: আজ শনিবার রাতে শনির রাশি কুম্ভে গোচর শুক্রের! ভাগ্যের চাকা ঘুরে মকর সহ ৩ রাশি লাকি
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2024, 12:57 PM ISTশনির রাশি কুম্ভে শুক্রের গমনে বহু রাশি সুখের মুখ দেখতে চলেছেন। লাকি কারা দেখে নিন।
শনির রাশি কুম্ভে শুক্রের গমনে বহু রাশি সুখের মুখ দেখতে চলেছেন। লাকি কারা দেখে নিন।
জ্যোতিষশাস্ত্রমতে সুখ, সমৃদ্ধি, আকর্ষণের কারক হলেন শুক্র। তাঁর কৃপায় একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এবার শুক্রের রাশি পরিবর্তন রয়েছে। শুক্র, আজ রাতেই রাশি পাল্টে ফেলবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। আজ রাতে কখন রয়েছে শুক্রের গোচর? দেখে নিন রাশিফলে কারা লাকি।
মেষ
দৈত্যগুরু শুক্রের গোচরে মেষ রাশির জাতক জাতিকারা খুবই লাকি হতে চলেছেন। এই বছর জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। ধন লাভের অপার সুযোগ তৈরি হবে। নতুন বছরে ইতিবাচক নানান জিনিস পাওয়া যাবে। ধার্মিক কাজে মন বসবে। ব্যবসায় বৃদ্ধি দেখা যাবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। আটকে থাকা টাকা এবার হাতে পাওয়ার সুযোগ আসবে। এই গোচর আপনার জন্য বেশ সুখদায়ক হবে। সমাজে মান সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে আসবে মাধুর্য। কোনও সম্পত্তিতে যদি বিনিয়োগ করেন, তাহলে তা থেকেও পাবেন লাভ।
মিথুন
মিথুন রাশির জন্য শুক্রের গোচর খুবই লাভদায়ী ছিল। এই গোচরে বিদেশযাত্রা হতে চলেছে। সিঙ্গলদের বিয়ের যোগ তৈরি হবে। আপনি নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। ভাইবোনদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে।