বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেদেশের ৫ টি মন্ত্রকের নথি পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন মহম্মদ ইউনুসের সরকারের উপদেষ্টা আসিফ মেহমুদ সজীব ভূঁইঞা। ইউনুস সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া বিষয়ক আসিফ বলেছেন, যেসমস্ত নথি পুড়ে গিয়েছে, তারমধ্যে কতখানি পাওয়া যাবে, তা নিয়ে রয়েছে তদন্ত করলেই সমস্তটা স্পষ্ট হবে।
ঢাকায় এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এসব তথ্য জানান আসিফ মেহমুদ সজীব ভূঁইঞা। বিস্ফোরত তথ্যে আসিফ মেহমুদ সজীব ভূঁইঞা জানান, বাংলাদেশের প্রাক্তব মুখ্য সচিব তোফাজ্জলের বিরুদ্ধে, পিরোজপুরের একটি প্রকল্পে তথ্য লোপাটের প্রমাণ মিলে ছিল। সেই সংক্রান্ত নথি পুড়ে গিয়েছে। তবে সেগুলি পিরোজপুরের থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান। এদিকে, ইউনুস সরকারের অপর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইউনুস সরকার। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই অগ্নিকাণ্ড নিয়ে যে কমিটি গঠন হয়েছে, তাকে ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অগ্নিকাণ্ড নিয়ে বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে আলোচনা সম্পর্কেও বক্তব্য রাখেন সৈয়জ রেজওয়ানা হাসান। তিনি বলেন,ধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে।
এর আগে, এদিন সকালে বাংলাদেশে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ ঘণ্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রশ্ন উঠেছে, কীভাবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে আগুন লাগতে পারে। ঘটনার পর পরই ইউনুসের সরকারের উপদেষ্টা তথা ছাত্রনেতা আসিফ মাহমুদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘বিগত সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকে যে দুর্নীতি হয়েছে, তা নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’