Saturn Transit In Pisces 2025: হোলির পর থেকেই শুরু সুবর্ণ সময়, ন্যায়দাতার গোচরে ভাগ্যের মোড় ঘুরবে ৩ রাশির Updated: 06 Mar 2025, 02:00 PM IST Anamika Mitra Saturn Transit In Pisces 2025 Vedic: হোলির পর, শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। শনির এই গোচরের সঙ্গে সঙ্গে, তিন রাশির জাতকদের জন্য সোনালী সময় শুরু হবে। আসুন জেনে নিই শনির গোচরে কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হবে।