জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাশি পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ে জাতকদের উপর। গ্রহ এবং নক্ষত্রের জন্য চলতি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির পাশাপাশি ২০২২ সালে রাহু এবং কেতু-সহ একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবেন।
প্রায় ১৮ মাস পরে আগামী ১২ এপ্রিল মঙ্গল গ্রহের রাশি মেষে গোচর করবেন রাহু। তার ফলে একাধিক জাতকদের সময় ভালো কাটবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
মিথুন- রাহুর রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের সামনে আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। নয়া সুযোগ আসবে। আয় বাড়বে। রাহু এবং কেতুর গোচর আপনার জন্য লাভজনক হতে পারে।
কর্কট- কর্কট রাশির জাতকদের জীবনে সুখ বাড়বে। আর্থিক অবস্থা মজবুত হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা হবে। উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাঁরা চাকরি করেন, তাঁরা কর্মক্ষেত্রে মান-সম্মান লাভ করবেন। রাহু এবং কেতুর গোচরের বিষয়টি কর্কট রাশির জাতকদের জন্য লাভজনক বলে বিবেচিত হবে।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল: মার্চের শেষ সপ্তাহ কোন রাশির জাতকদের কেমন যাবে জেনে নিন