একাদশী তিথির হিন্দুধর্মে বিশেষ মাহাত্ম্য আছে। একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করা হয়। মনে করা হয় যে এরকম করলে যেকোনও রকম মনস্কামনা পূর্ণ হয়।
মাসে দুবার করে একাদশী ব্রত রাখা যায়। শাস্ত্রে নির্জলা একাদশীকে সমস্ত চব্বিশটা একাদশীর মধ্যে সবথেকে শুভ এবং পূর্ণ ফলদানকারী বলা হয়েছে। মনে করা হয় এই ব্রত করলে সমস্ত একাদশী ব্রতের বরাবর ফলপ্রাপ্তি ঘটে। এইদিন ভক্তরা কিছু না খেয়ে জল গ্রহণ না করে এই ব্রত রাখে। একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর প্রতি সমর্থিত বলে মনে করা হয়েছে শাস্ত্রে। এইজন্য একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীও পুজো করার নিয়ম রয়েছে,কারণ তিনি বিষ্ণুপত্নী। জ্যোতিষ মতে রাহুর প্রভাব কতটা ভয়ঙ্কর? জানুন শাস্ত্রজ্ঞরা কী বলছেন
নির্জলা একাদশী ২০২২:
শুভ মুহূর্ত: বৈদিক পঞ্চাং অনুসারে নির্জলা একাদশী শুক্রবার ১০ জুন ২০২২ এ সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে পরের দিন ১১ জুন ২০২২ সন্ধ্যে ৫ টা বেজে ৪০ মিনিটে সমাপ্ত হবে। ব্রতের পারন করা হবে ১১ ই জুন সকাল ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৮টা বেজে ৩০ মিনিট অবধি।