মা লক্ষ্মীর কৃপা পেতে বছরের শুরুতেই বাড়িতে লাগান তুলসী গাছ। মনে করা হয়, তুলসী গাছে রয়েছে স্বয়ং দেবী লক্ষ্মীর অবস্থান। এছাড়াও বিষ্ণুর কাছে এই গাছ অত্যন্ত প্রিয়। এটি বাড়িতে লাগালে মেলে ইতিবাচক ফালফল। নববর্ষে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে নিন এই তুলসী গাছ।