সেনাপতি মঙ্গল এবার উল্টো চালে হাঁটবেন। আর তাঁর এই চলনে বহু রাশি লাভ পাবে। একাধিক রাশির জাতক জাতিকারা সেনাপতি মঙ্গলের চলনে পাবেন বিশেষ লাভ। আর কিছু দিন পরই মঙ্গল থাকবেন বক্রী অবস্থায়। মঙ্গল নিজের স্থিতি বদল করে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তুমুল উন্নতির যোগ আনতে চলেছেন। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? দেখে নিন, রইল তালিকা।
মেষ
এই সময় বাড়বে আপনার আত্মবিশ্বাস। আপনার শত্রুরা এই সময় পরাস্ত হবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ভেবে চিন্তা করে যদি কোনও কাজ করেন, তাহলে তাতে লাভের গুণ বাড়বে। পরিবারে ভাই বোনদের সম্পূর্ণ সমর্থন পাবেন। বিদেশের সঙ্গে জড়িত কোনও কাজ থাকলে, তা আনন্দ দেবে। বিদেশ সম্পর্কিত কাজে আসবে লাভ। ব্যবসায়ে আসবে মুনাফা। জীবনসঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা থাকলে, তা সম্পন্ন হবে।
( Bangladesh and Pak:মুক্তিযুদ্ধের রক্তাক্ত পর্ব আজ অতীত? ইউনুস আমলে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চালু হতে পারে শিঘ্রই)
( ‘অত্যাচারিতদের সাথে আছি… বাংলাদেশ নিয়ে কৌশলী মমতা বলছেন, 'লিডারলেস টাইপ হয়ে গিয়েছে’! ফের তুললেন শান্তিসেনা প্রসঙ্গ)
( Theft Incident at Fadnavis oath Ceremony: ফড়ণবিসের শপথ সভায় চোরের উপদ্রব! সোনার চেন, নগদ টাকা সহ ১২.৪ লাখের জিনিস চুরি)
তুলা
এই গোচর ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা করবে। কর্মস্থলে আপনি উন্নতির রাস্তা দেখতে পাবেন। ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন। এই সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। কোথাও ধার্মিক বা শুভ কাজে অংশ নিতে পারেন। যাঁরা পড়াশোনা করেন, তাঁদের জন্য এই সময়টি খুবই শুভ। এই রাশির জাতক জাতিকাদের কাজ করার পদ্ধতি খুবই ভালো হবে।
( Sanjiv Bhatt:হেফাজতে বন্দির গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে অত্যাচারের অভিযোগ!কেসে প্রমাণের অভাবে খালাস Ex IPS সঞ্জীব ভাট)
সিংহ
আসন্ন সময় আপনাদের জন্য খুবই আনন্দ খুশি নিয়ে আসবে। এই বছরে আপনি কিছু সুখবর পাবেন। রোজগারের নতুন রাস্তা আপনার জন্য খুলে যেতে পারে। আমদানি বাড়বে। নতুন টাকা রোজগারের সুবিধা আসবে। কাজের দিক থেকে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। সমাজে আপনার মান সম্মান প্রতিষ্ঠা হবে। এই সময় বিনিয়োগ বাড়বে। জীবনসঙ্গীর সব কাজে সহযোগ বাড়বে।