Mangal Shani Navpancham Yoga:শনি মঙ্গলের সংযোগে শক্তিশালী নবপঞ্চম রাজযোগ, ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে Updated: 03 Mar 2025, 07:00 PM IST Anamika Mitra Mangal Shani Navpancham Yoga: এপ্রিল মাসে, মঙ্গল এবং শনি গ্রহের গোচর হবে, যার কারণে উভয়ই একে অপরের থেকে ১২০ ডিগ্রিতে থাকবে, যার কারণে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে এবং তিনটি রাশির জাতকরা এর থেকে বিশেষ সুবিধা পাবে। আসুন জেনে নিই এ সম্পর্কে।