জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের গমন যেমন ধীর, তেমনই চন্দ্রের গমন ততটাই দ্রুত গতির। চন্দ্র একটি রাশিতে প্রায় আড়াই দিন থাকেন, ফলে ১৫ দিনের মধ্যে আবার সেই রাশিতে চন্দ্র চলে আসে। চন্দ্রের এই দ্রুত গতিতে স্থান পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারণ চন্দ্র, এবার মঙ্গলকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন মহাভাগ্য যোগ।
রাত পোহালেই মহাভাগ্য যোগ:-
রাত পোহালেই এই যোগ শুরু হবে। ১৭ ডিসেম্বর ২০২৪ সালে এই যোগ তৈরি হচ্ছে। মঙ্গল ও চন্দ্রের যুতিতে এই যোগ তৈরি হবে। দেখা যাক, এরফলে লাভবান কারা? কোন সময় এই যোগ শুরু হবে তাও দেখে নেওয়া যাক।
মেষ
এই রাশির চতুর্থভাবে মহাভাগ্য যোগ তৈরি হবে। পরিবার আর বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। মায়ের স্বাস্থ্য আগের থএকে ভালোর দিকে যাবে। পরিবারে বহুদিন ধরে যে ঝুট ঝামেলা চলছে, তা কেটে যাবে। সংসারে সুখ সমৃদ্ধি আসবে, আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। নিজের স্বপ্নপূরণ করতে পারবেন। জমি, সম্পত্তি, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে জাতক জাতিকারা খুব লাভ পাবেন। আয়ের নতুন নতুন সূত্র খুলবে।
সিংহ
মঙ্গল ও চন্দ্রের যুতির ফলে আপনি বিভিন্ন দিক থেকে লাভ পাবেন। নতুন চাকরির বেশ কিছু সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনার দ্বারা তৈরি যে সমস্ত প্রকল্প তৈরি হয়েছে, তা সম্পন্ন হবে। ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পেতে পারেন। আপনি প্রচুর টাকা রোজগার করবেন। শিক্ষা ক্ষেত্রে আপনি লাভ পাবেন। গুরুর পুরো সমর্থন পেতে পারেন। যার ফলে আপনি লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন।
কন্যা
আপনার বহু ইচ্ছাপূরণ হতে পারে। এই রাশিতে এগারোতম ভাবে এই যুতি হচ্ছে। এই সময়কাল বহু রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ক হবে। কোনও কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। পর্যাপ্ত পরিমাণে টাকা আসার সময় এটা। দাম্পত্যে আপনার প্রেম জমে উঠবে। মনের সব কথা সঙ্গীর সঙ্গে খুলে বলতে পারবেন।
মঙ্গল-চন্দ্র যুতি কখন শুরু?
১৭ ডিসেম্বর ২০২৪ সালে সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে চন্দ্র প্রবেশ করবেন কর্কট রাশিতে। যেখানে তিনি ২০ ডিসেম্বর পর্যন্ত থাকবেন। মঙ্গল বক্রী অবস্থায় কর্কটে থাকবে। তারফলে মহাভাগ্য যোগ তৈরি হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )