বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে মে মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তার কারণ এই মাসে পর পর বহু গ্রহ গোচর রয়েছে। তারমধ্যে অন্যতম হল কেতু গ্রহের গোচর। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মে মাসে কেতুর চলনে ২ বার বদল আসতে চলেছে। নক্ষত্র পরিবর্তন ও রাশি পরিবর্তন। দুইয়ের ফলেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৃষ
কেতুগ্রহ আপনার রাশির চতুর্থভাবে রয়েছে। বৃষরাশির জাতক জাতিকার জন্য কেতুর এই অবস্থা বেশ লাভদায়ক হবে। বাড়ি, জমি এই সময় কিনতে পারবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। আপনাক কোনও ভাবনা চিন্তার প্রকল্প এই সময় সফল হতে পারে।
সিংহ
কেতুর নক্ষত্র ও রাশি পরিবর্তন দুইই ফলদায়ী। কেতু গ্রহ আপনার লগ্নভাবে সঞ্চার করছে। আপনার ব্যক্তিত্ব এই সময় উজ্জ্বল হবে। দাম্পত্যে বোঝাপড়া বাড়বে। প্রেম জীবনে আসবে ইতিবাচক প্রভাব। সামাজিক যোগাযোগ ভালো করার এটি ভালো সুযোগ। বিবাহিতদের সময় ভালো কাটবে। কাজের দিক থেকে পাবেন সাফল্য।
ধনু
কেতুর গোচরে তমুল লাভের মুখ দেখবেন আপনারা। কেতুর নক্ষত্র আর রাশি, দুই পরিবর্তনের ফলেই মে মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কেরিয়ারে উন্নতি আর উচ্চ পদ প্রাপ্তির যোগ তৈরি হবে। ব্যবসায় বড় প্রজেক্ট থেকে সাফল্য পাবেন। ধর্ম, কর্মে আপনার ঝোঁক বাড়বে। কেরিয়ারে অপ্রত্যাশিত কোনও লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন সম্পত্তিতে বিনিয়োগ করলে পাবেন লাভ। পারিবারিক জীবনে উন্নতির যোগ রয়েছে।