
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্রতি বছর দীপাবলিতে অনেকেই ধুমধাম করে লক্ষ্মীপুজো করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, লক্ষ্মীপুজোর সময় কয়েকটি কাজ করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য মেলে। চাকরি সংক্রান্ত বাধা কেটে যায়। হাতে আসে টাকা। একনজরে দেখে নিন কী কী কাজ করতে হবে -
১) যদি সবরকমের চেষ্টা সত্ত্বেও চাকরি না পান, তাহলে দীপাবলির সন্ধ্যায় লক্ষ্মীপুজোর পর বা লক্ষ্মীপুজোর সময়ই দেবী লক্ষ্মীর উপর কিছুটা ছোলার ডাল ছড়িয়ে দিন। তারপর সেই ডাল পিপুল গাছে অর্পণ করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এরকম করলে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।
২) যাঁদের প্রয়োজন এবং গরিব মানুষ, দীপাবলিতে তাঁদের অর্থ, কাপড় এবং মিষ্টি দান করুন। তাতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তার ফলে সমৃদ্ধি হবে আপনার।
৩) দীপাবলির রাতে পাঁচ কড়ি গঙ্গাজল দিয়ে পাঁচটি সুপারি, এবং কালো হলুদ ধুয়ে ফেলুন। তা লাল কাপড়ে বেঁধে লক্ষ্মীপুজোর সময় রুপোর বাটি বা থালায় রেখে দিন। তা টাকা রাখার জায়গায় রেখে দিন। কথিত আছে, সেই কাজ করলে দেবী লক্ষ্মী বাড়িতে অধিষ্ঠিত হন।
৪) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দীপাবলির পুজোর সময় দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে পদ্মের মালা পরানো উচিত।
৫) দীপাবলিতে লক্ষ্মী পুজোর সময় আখের পুজো করলে ভালো হয়। তা করলে ধন-সম্পদ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
৬) লক্ষ্মীপুজোর পর বাড়িতে শাঁখ বাজানো উচিত। জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী, সেই কাজ করলে ধন-সম্পদ বৃদ্ধি পায়।
৳7,777 IPL 2025 Sports Bonus