Capricorn Horoscope Today: আজ (সোমবার, ২৭ জুন) কেমন কাটবে মকর রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।মকর রাশি- কোনও সম্পত্তি আয়ের উৎস হয়ে উঠতে পারে। ব্যবসার জন্য বিদেশে যেতে পারেন। পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন। আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। মনে নেতিবাচক চিন্তাভাবনা থাকতে পারে। মনে অস্থিরতা থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। ভালো খবর পাবেন মকর রাশির জাতকরা।শুভ সংখ্যা: ১১।শুভ রং: ল্যাভেণ্ডার।(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)