
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মেষ রাশিতে অথি শুভ বুধাদিত্য যোগের নির্মাণ হয়েছে। যা সমস্ত রাশিকে প্রভাবিত করবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ৮ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করেছে বুধ। এরপর ১৪ এপ্রিল মেষ রাশিতে সূর্যের গোচর হয়েছে। সূর্য ও বুধের যুতির ফলে মেষ রাশিতে বুধাদিত্য যোগের নির্মাণ হয়েছে। জ্যোতিষে সূর্যকে মান-সম্মান ও প্রতিষ্ঠার কারক মনে করা হয়।
বুধ হল বুদ্ধি ও ব্যবসার কারক। এ কারণে এই যোগ বিভিন্ন রাশির জাতকের জীবনে প্রভাব ফেলবে। ২৫ এপ্রিল পর্যন্ত বুধাদিত্য যোগ থাকবে। তিনটি রাশির জাতকরা বুধাদিত্য যোগের কারণে বিশেষ সুফল লাভ করবেন। এখানে কোন তিনটি রাশির কথা বলা হচ্ছে জেনে নিন--
মিথুন- এই রাশির জন্য বুধাদিত্য যোগ লাভজনক প্রমাণিত হবে। আয় বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায় নতুন সম্পর্ক গড়ে উঠবে। ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হবে। এমনকি ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় বিশেষ ধন লাভ হবে বুধাদিত্য যোগের ফলে।
কর্কট- এ সময় কর্কট রাশির জাতকদের মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বেতনবৃদ্ধি ও পদোন্নতি হতে পারে। ব্যবসায় অর্থ লাভ করবেন। পাশাপাশি কর্মশৈলীতে উন্নতি হবে। রাজনীতিতে সাফল্য লাভ করবেন। এমনকি কোনও পদও পেতে পারেন।
মীন- এই রাশির জন্য ও বুধাদিত্য যোগ শুভ ফলদায়ী। মীন রাশির কোষ্ঠির অর্থ ও বাণীর স্থানে বুধাদিত্য যোগের নির্মাণ হয়েছে। এ কারণে আকস্মিক ধন লাভ হতে পারে। আটকে থাকা টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণীর সঙ্গে সম্পর্কযুক্ত কেরিয়ার হলে অসাধারণ ফলাফল লাভ করবেন। গাড়ি ও জমি-সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য সময় ভালো। রাজনীতিতে সাফল্য লাভ করবেন। পদ লাভের সম্ভাবনাও রয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus