হিন্দু ধর্ম অনুসারে মন্দিরে যাওয়া এবং পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু কখনও কখনও মানুষ অজান্তেই এমন ভুল করে ফেলেন, যা তাঁদের জীবনকে প্রভাবিত করতে পারে। তাছাড়া, এই সব ভুলের জন্য তাঁরা পুজোর শুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন। যদি পুজোর পূর্ণ সুফল পেতে চান এবং ঘরে সুখ-শান্তি বজায় রাখতে চান, তাহলে মন্দির থেকে ফিরে আসার পর এই বিষয়গুলি মনে রাখবেন। মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর কোন কোন নিয়ম মেনে চলা উচিত তা জেনে নিন।
যদি আপনি মন্দিরে জল দেওয়ার জন্য কোনও পাত্র নিয়ে যান, তাহলে সেখান থেকে তা খালি ফিরিয়ে আনা উচিত নয়। বিশ্বাস করা হয় যে, এটা করলে ঘরে সমস্যা বাড়তে পারে। অতএব, ঈশ্বরকে জল উৎসর্গ করার সময়, পাত্রে কিছুটা জল রেখে দিন অথবা পাত্রটিতে আবার জল দিয়ে ভরে ঘরে আনুন। জল না হলে এতে ফুল রেখেও এটি ফিরিয়ে আনতে পারেন। বাস্তু অনুসারে, এটি করলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং যেকোনও ধরনের নেতিবাচকতা দূরে থাকে।
আরও পড়ুন: জন্মের তারিখ অনুযায়ী মানিব্যাগে রাখুন এই সব জিনিস, হাতে হু হু করে আসবে টাকা!
মন্দির থেকে ফেরার পর পরই খাবার খাবেন না। মন্দির থেকে ফিরে প্রথমে কিছুক্ষণ ঈশ্বরের ধ্যান করুন, চুপচাপ বসে থাকুন, তারপর খাবার খান। এতে করে মন ও শরীর শান্ত থাকবে এবং ঈশ্বরের কৃপা বজায় থাকবে।
মন্দির থেকে আসার পর পরই শৌচালয়ে যাবেন না। এটা করলে পুজোর সুফল পাওয়া যায় না। যদি খুব প্রয়োজন হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যেতে পারেন।
আরও পড়ুন: এ বছর কবে নীলষষ্ঠী পালিত হবে জানেন? দেখে নিন দিনক্ষণ ও শুভ তিথি
মন্দির থেকে ফিরে আসার পর, আমিষ খাবার থেকে দূরে থাকুন। নেশার জিনিস খাবেন না। এতে আপনার প্রার্থনার প্রভাব নষ্ট হবে। ঘরের পবিত্রতাও নষ্ট হতে পারে। এছাড়াও, এটা করলে দেব-দেবীর প্রতি অসম্মান প্রদর্শনও করা হয়।
মন্দির থেকে আনা প্রসাদ বা ফুল কখনই ডাস্টবিনে ফেলা উচিত নয়। এটাকে জলে ভাসিয়ে দেওয়া উচিত বা কোনও গাছের গোড়ায় রেখে দেওয়া উচিত। পথে মন্দিরের প্রসাদ খাওয়ার পরিবর্তে, এটি বাড়িতে এনে পরিবারের সঙ্গে খেতে পারেন। এটা করলে প্রসাদ থেকে সুফল পাওয়া যায়।