বাংলা নিউজ > ভাগ্যলিপি > Aries and Taurus Horoscope 2022: আয় থেকে চাকরি, মানসিক অবস্থা - ২০২২ সাল কেমন কাটবে মেষ ও বৃষ রাশির জাতকদের?
একরাশ আশা, আকাঙ্খা নিয়ে ২০২২ সালের যাত্রা শুরু হয়েছে। পুরনো বছরের যাবতীয় নেতিবাচক দিক কাটিয়ে নয়া বছর শুরু করতে চান সকলেই। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নয়া বছর কেমন কাটবে, তা বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে। একনজরে দেখে নিন, মেষ এবং বৃষ রাশির জাতকদের ২০২২ সাল কেমন কাটবে -
মেষ রাশি
- প্রথম ১৫ দিন (১৫ জানুয়ারি) মানসিক শান্তি থাকবে না। ১৬ জানুয়ারি থেকে মানসিক শান্তি থাকবে। প্রসন্ন থাকবে মন। আগামী ২৯ এপ্রিল থেকে কখনও মন ভালো থাকবে। কখন মন খারাপ লাগবে। আগামী ১২ এপ্রিল রাহুর রাশি পরিবর্তনের ফলে মনে ব্যর্থতার ভয় চেপে বসতে পারে। কাজে অহেতুক ফাঁকফোকর তৈরি হবে।
- আত্মবিশ্বাস বাড়বে। বাড়বে মান-সম্মানও।
- চাকরির জন্য চেষ্টা করে থাকলে শুভ ফল পাবেন।
- আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। ভালোমতো অর্থ উপার্জন করবেন। আগামী ৩ জুলাই কোনও বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন।
- আগামী ১৩ এপ্রিল থেকে শুভ কাজে খরচ বাড়বে। বাড়িতে মাঙ্গলিক কোনও কাজের জন্য টাকা খরচ হবে। বাড়ি সংস্কারের জন্যও হাত থেকে টাকা বেরিয়ে যেতে পারে।
- সন্তানের থেকে সুখবর মিলবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
- শিক্ষা সংক্রান্ত কাজে মনোনিবেশ করতে হবে। দিতে হবে বাড়তি নজর।
- স্বাস্থ্যের দিকে নজর দিয়ে খাওয়া-দাওয়ার প্রতি সতর্ক থাকতে হবে।
বৃষ রাশি
- বছরের শুরুতে মন অশান্ত থাকবে। কথাবার্তায় মাধুর্য বজায় রাখার চেষ্টা করুন।
- ২৬ ফেব্রুয়ারির পর কাজের ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অধিক পরিশ্রম করতে হবে।
- ১৫ জানুযারি থেকে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারে সুখ-শান্তি থাকবে। তবে সার্বিকভাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। পরিবারের থেকে আলাদা থাকতে পারেন।
- ২৭ মার্চ থেকে শিক্ষা সংক্রান্ত কাজে ভালো ফল মিলবে। অবস্থার উন্নতি হবে।
- চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব মিলতে পারে। ১২ এপ্রিলের পর চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। পরবর্তীতে ১৩ জুলাই থেকেও চাকরি পালটানোর সম্ভাবনা আছে। চাকরিতে উন্নতির যোগও তৈরি হচ্ছে। ২৯ এপ্রিল থেকে চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন।
- আয় বাড়বে। লেখালেখি এবং গবেষণা সংক্রান্ত কাজ থেকে আয়ের পথ প্রশস্ত হবে। হাতে বেশি টাকা আসবে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর