বাংলা নিউজ >
দেখতেই হবে >
এটা বলা ভুল আমরা সমালোচনা শুনি না, অনেকে আমাকে সবচেয়ে খারাপ অর্থমন্ত্রী বলেন- নির্মলা সীতারামন
Updated: 03 Dec 2019, 11:24 AM IST
HT Bangla Correspondent
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় অর্... more
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় অর্থনীতি নিয়ে আলোচনার সময় বলেন যে একথা বলা ভুল যে মোদী সরকার সমালোচনা শোনে না। সীতারামন বলেন যে তিনি সারা দেশে ঘুরে ঘুরে শিল্পপতিদের সঙ্গে কথা বলেন। কয়েকদিন আগে উদ্যোগপতি রাহুল বাজাজ বলেন যে শিল্পপতিরা সরকারকে সমোলাচনা করতে ভয় পাচ্ছেন। এই প্রসঙ্গে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে বিরোধীরা। জবাবে নির্মলা সীতারামন বলে ধারাবাহিক ভাবে সরকার, প্রধানমন্ত্রী ও বাকি ক্যাবিনেটের সদস্যদের সমালোচনা করা হচ্ছে। ছয় মাস যাওয়ার আগেই তাঁকে সবচেয়ে খারাপ অর্থমন্ত্রী বলে অভিহিত করা হয়েছে বলেও এদিন অকপটে জানান নির্মলা সীতারামন।অর্থমন্ত্রকের খারাপ হাল নিয়ে বিরোধী ও বিশেষজ্ঞদের আক্রমণের মুখে পড়েছেন নির্মলা। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি এবং কোনও অবস্থাতেই মন্দার পরিস্থিতিতে যাবে না ভারত।