বাংলা নিউজ >
দেখতেই হবে >
'১০০ টাকার জিনিস ৪০০ তে বিক্রি হচ্ছে, হাতে নেই পয়সা', উত্তাল শ্রীলঙ্কার করুণ চিত্র এমনই!
Updated: 15 Apr 2022, 10:30 PM IST
লেখক Sritama Mitra
ইতিমধ্যেই শ্রীলঙ্কা নিজেকে ঋণখেলাপী বলে ঘোষণা করেছ... more
ইতিমধ্যেই শ্রীলঙ্কা নিজেকে ঋণখেলাপী বলে ঘোষণা করেছে। অন্যদিকে, জ্বালানি থেকে বিদ্যুতের সংকট শুরু হওয়ার ফলে বিপুল সংকটে পড়েছেন সেদেশের আমজনতা। আর্থিক সমস্যার মধ্যেই শ্রীলঙ্কা মধ্যরাতে দেখেছে সাধারণ মানুষের প্রতিবাদ, রোষ। তামিল নববর্ষের শুরুর রাতে প্রতিবাদীরা ক্ষোভ উগড়ে দেন রাষ্ট্রপতি রাজাপকসের বিরুদ্ধে। যেভাবে রাষ্ট্রপতি গোতবায়া রাজাপকসে ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপকসে নিয়ন্ত্রণ করছেন, তাতে খুশি নন শ্রীলঙ্কাবাসী। তবে এরই মাঝে জ্বালানির রেশনিং শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। ফলে আপাতত একবার পেট্রোল বা ডিজেল সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত কেনা যাবে।