Updated: 26 May 2025, 08:25 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#aamarboss #shivprasadmukherjee #raktabeej2 #rekhagulzar 'আমার বস'-এর হল ভিজিটে গিয়েছিলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্যান্য অভিনেতারা। নবীনাতে সিনেমা দেখতে গিয়ে তাঁদের আকষ্মিক দেখা পেতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা। শিবপ্রসাদের মুখে রক্তবীজ-২র নাম শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন উপস্থিত সিনেপ্রেমীরা। উন্মাদনা দেখেই বোঝা গেল 'আমার বস'-এর পর এবার তাঁরা রক্তবীজ-২ এর প্রতীক্ষায়।