বাংলা নিউজ >
দেখতেই হবে > Pilot and her Husband beaten: ১০ বছরের শিশুকে পরিচারিকা নিয়োগ, অত্যাচারের অভিযোগ! দম্পতিকে রাস্তায় টেনে মারধর জনতার
Pilot and her Husband beaten: ১০ বছরের শিশুকে পরিচারিকা নিয়োগ, অত্যাচারের অভিযোগ! দম্পতিকে রাস্তায় টেনে মারধর জনতার
Updated: 19 Jul 2023, 09:20 PM IST Sritama Mitra এই ভিডিয়ো দিল্লির দ্বারকা এলাকার। সেখানে এক পাইলট ও তাঁর স্বামীকে রাস্তায় টেনে মারধর করতে দেখা গেল কয়েকজনকে। অভিযোগ, এই দম্পতি এক ১০ বছরের শিশুকন্যাকে নিয়োগ করেছে পরিচারিকা হিসাবে। এখানেই শেষ নয়। তাঁরা সেই শিশুকন্যাকে অত্যাচার করে বলেও অভিযোগ। তার জেরেই তাঁদের দিল্লির রাস্তায় দিনে দুপুরে এভাবে টেনে হিঁচড়ে মারধরের ঘটনা দেখা যায়। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যার মেডিক্যাল টেস্ট হয়েছে। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানানো হয়েছে।