Travel Video: উপত্যকার মাঝে রাতের নর্মদায় শুরু এই উপভোগ্য পরিষেবা!
চারিদিকে পাথুরে উপত্যকা। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নর্মদা। এমনই এক পাহাড়ি পাথুরে এলাকার মধ্যে দিয়ে বয়ে চলা নর্মদায় রাতের অভিযান! ভাবলে গা কাঁটা দিতেই পারে! এমন এক অভিজ্ঞতা নিঃসন্দেহে অভূতপূর্ব। মধ্যপ্রদেশের মার্বেল রক এলাকায় এই পরিষেবা চালু হল। জব্বলপুরের ভেড়াঘাটে রাতের নর্মদায় এবার নৌকাবিহারে যেতে পারবেন আপনিও। শুরু হয়েছে নয়া এই পরিষেবা। তারই ঝলক উঠে এসেছে ভিডিয়োয়।