Updated: 14 Dec 2020, 01:48 PM IST
HT Bangla Correspondent
মস্তিষ্কে অস্ত্রোপোচার হচ্ছে, তবুও পিয়োনা বাজিয়ে গেল নয় বছরের মেয়ে। বিদেশ বিঁভুই নয়, মধ্যপ্রদেশ গোয়ালিয়ারের ঘটনা। সৌম্যা জানিয়েছে যে তার মাথায় একটি টিউমার ছিল। সেটা চিকিৎসকরা অপারেট করে বার করেছে। শহরের বিড়লা হাসপাতালে হয়েছে অপারেশন।
টিউমারটি থাকায় এপিলেপটিক শক পেত মেয়েটি। ধীরে ধীরে বাড়ছিল টিউমারটি। হাসপাতালের পক্ষে চিকিৎসক অভিষেক চৌহান বলেন যে এই কেসটিতে জটিলতা ছিল কিন্তু এরকম আগেও তারা সামলেছেন। এই বছরই এটি এরকম সপ্তম কেস, তাই তারা আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান অভিষেক। তবে এটি হলফ করে বলা যায় যে অন্য কোনও কেসে এরকম রোগীর কাছ থেকে পিয়ানো পরিবেশন শোনেননি তাঁরা। সৌম্যা বলেছে যে সে লাগাতার পাঁচ-ছয় ঘণ্টা পিয়ানো বাজিয়েছিল অপারেশন চলাকালীন।