Video: এই টুপিতে লাগানো রয়েছে 'ফ্যান', দিচ্ছে জবরদস্ত হাওয়া!
দেশে এই মুহূর্তে একাধিক রাজ্যে চলছে জোরদার তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা বহু জায়গাতেই ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কর্ণাটকের কালবুর্গীতেও গরমে কার্যত হাঁসফাঁস করছেন মানুষ। আর এই অসহ্য গরম থেকে নিজেকে রক্ষা করতে, কর্ণাটকের এই ব্যক্তি টুপিতে লাগিয়ে ফেলেছেন ছোট ফ্যান। টুপি পরলেই ঘুরছে ফ্যান। ফলে সহজে কপাল ঘেমে যাওয়ার সম্ভাবনা নেই। এই ফ্যান চলছে সোলার এনার্জি দিয়ে।