'বুঝতেই পারবে না...ওপরে পালংশাক নিচে বন্দুক', কী নিয়ে একথা বললেন মমতা?
'বুঝতেই পারবে না...ওপরে পালংশাক নিচে বন্দুক'। ঠিক একথা বলেই দুষ্কৃতীদের নিয়ে পুলিশকর্তাকে সচেতন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক। সেখানে জেলার পর্যালোচনাধর্মী বৈঠকে বসে একথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা সমাজবিরোধীদের নিয়ে জেলার পুলিশ কর্তাকে এদিন এইভাবেই সতর্ক করেন তিনি। উল্লেখ করেন বিহারের অস্ত্র কারখানার। প্রসঙ্গ তোলেন তাঁর রেলমন্ত্রী থাকাকালীন সময়েরও।