বাংলা নিউজ >
দেখতেই হবে > Holi Video: জ্যোৎস্না মান্ডি থেকে রাজনাথ সিং, দেশের নেতা নেত্রীদের হোলি উদযাপন একনজরে
Holi Video: জ্যোৎস্না মান্ডি থেকে রাজনাথ সিং, দেশের নেতা নেত্রীদের হোলি উদযাপন একনজরে
Updated: 14 Mar 2025, 03:10 PM IST Laxmishree Banerjee দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব ২০২৫। তারকা থেকে সাধারণ মানুষ সকলে মেতেছেন রঙের আনন্দে। বাদ যাননি দেশজুড়ে বিখ্যাত রাজনীতিকরাও। হোলি উৎসব উদযাপনে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে পৌঁছে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাগ গানের তালে তালে হোলি উৎসব উদযাপন করতে দেখা গিয়েছে তাঁকে। দিল্লিতে বাসভবনে হোলি উদযাপনে ঢোল বাজিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাঁকুড়ায় মুকুটমণিপুরের পলাশ উৎসবে আবির মেখে নৃত্যে পা মেলালেন মন্ত্রী জোৎস্না মান্ডি। আসানসোলের কল্যাণপুর হাউজিং থেকে রবীন্দ্রভবন পর্যন্ত দোলের শোভাযাত্রায় সামিল অগ্নিমিত্রা পাল।