হাতি পড়ল কুয়োয়! ফসলের জমির মাঝে ঘটল কোন বিপত্তি?
এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার। সেখানে শালবনির ভীমপুরের পাতাঝড়িয়া গ্রামে একটি হাতি পড়ে যায় কুয়োয়। খাবারের সন্ধানে বেরিয়ে হাতিটি ফসলের জমির মাঝে চলে আসে। সেই সময়ই সেখানের এক কুয়োর মধ্যে পড়ে যায় হাতিটি। খবর পেয়ে হাতিকে উদ্ধারে এলাকায় যান বনদফতরের আধিকারিকরা।