বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ > Karnataka Poll Video: কর্ণাটক জয়ের পর সনিয়া প্রসঙ্গে কান্নায় ভাসলেন আবেগঘন শিবকুমার, সিদ্দারামাইয়া দিলেন কাকে ধমক?
Karnataka Poll Video: কর্ণাটক জয়ের পর সনিয়া প্রসঙ্গে কান্নায় ভাসলেন আবেগঘন শিবকুমার, সিদ্দারামাইয়া দিলেন কাকে ধমক?
Updated: 13 May 2023, 03:35 PM IST লেখক Sritama Mitra কর্ণাটকে ২০২৩ বিধানসভা ভোটে তাবড় জয় ছিনিয়ে নিল কংগ্রেস। সেখানে একের পর এক জায়গা থেকে কংগ্রেসের জয়ের বার্তা সকাল থেকেই আসতে থাকে। এদিকে, ফলাফল বের হতেই সেরাজ্যের হেভিওয়েট কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে ঘিরে ছিল উচ্ছ্বাস। একই ছবি ছিল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়াকে ঘিরে। শনিবার সিদ্দারামাইয়া মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানে ঢাক, ঢোলের আওয়াজে উৎসবের পরিবেশ ছিল মুখরিত। তারই মধ্যে কথা বলছিলেন সিদ্দারামাইয়া। কিন্তু বাজনার আওয়াজ বেশি হওয়ায় তিনি ক্ষোভের সুরে দিয়ে দেন ধমক! এদিকে, ভোটে জিতে আবেগঘন বার্তা কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের। স্মৃতি চারণা করলেন সনিয়া গান্ধীর। শিবকুমার যখন তিহাড় জেলে বন্দি অবস্থায় ছিলেন তখন সনিয়া গিয়েছিলেন সাক্ষাতে। সেই সাক্ষাৎকারের কথা স্মরণ করে এদিন আবেগের অশ্রু চেপে রাখতে পারেননি ডিকে শিবকুমার।