বাংলা নিউজ >
দেখতেই হবে >
সমাজ অ্যাসিড আক্রান্তদের মূলস্ত্রোত থেকে দূরে সরিয়ে রেখেছে: দীপিকা পাড়ুকোন
Updated: 01 Jan 2020, 11:25 AM IST
HT Bangla Correspondent
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আপাতত ব্যস্ত নিজের আসন্ন... more
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আপাতত ব্যস্ত নিজের আসন্ন ছবি ছপাকের প্রচারে। ছবিতে অ্যাসিড আক্রান্ত মালতির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। পরিচালক মেঘনা গুলজারের এই ছবির অনুপ্রেরণা অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের জীবনযুদ্ধের গল্প। সম্প্রতি ছপাকের এক প্রমোশ্যানাল অনুষ্ঠানে অভিনেত্রী জানালেন সমাজ অ্যাসিড আক্রান্তদের মূলস্রোত থেকে অনেকখানি দূরে সরিয়ে রেখেছে। ছপাকের প্রচারে দীপিকার হটকে লুক সকলের নজর কাড়ল। এদিন ব্লু ডেনিমের সঙ্গে একটি ওভার সাইজ সাদা শার্ট পরেছিলেন ডীপ্পী। তবে সবচেয়ে নজর কাড়ল দীপিকার শার্টের ওপরের স্ট্রাপলেস কালো করসেট টপ। ছবিতে দীপিকার পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা মিলবে বিক্রান্ত মাসির। ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছপাক।