Deepika Padukone airport look: ক্যাজুয়াল লুকে বিমানবন্দরে পাপারাৎজ্জির লেন্সবন্দি দীপিকা পাড়ুকোন। মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে দেখা মিলল বলি সুন্দরীর। তবে নজর কাড়ল নায়িকার ঘাড়ের সরিয়ে ফেলা ট্যাটুর জায়গাটা। একসময় ঘাড়ের ওই ট্যাটু ফ্লন্ট করে ঘুরতে বলি ডিভা। তবে ট্যাটু সরিয়ে দেওয়ার পর এখনও সেই আবছা দাগ তাঁর ঘাড়ে স্পষ্ট।