বাংলা নিউজ >
দেখতেই হবে >
মাওবাদী অধ্যুষিত এলাকায় প্রসূতিকে স্ট্রেচারে করে ছয় কিলোমিটার নিয়ে গেল সিআরপিএফ বাহিনী
Updated: 22 Jan 2020, 02:19 PM IST
HT Bangla Correspondent
ছত্তিশগড়ের বিজাপুরে নিজেদের মানবিক মুখের নিদর্শন ... more
ছত্তিশগড়ের বিজাপুরে নিজেদের মানবিক মুখের নিদর্শন রাখল সিআরপিএফ বাহিনী। একজন প্রসূতিকে ছয় কিলোমিটার স্ট্রেচারে টেনে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করল সিআরপিএফ। এই পুরো অঞ্চলটি মাওবাদী অধুষ্যিত। তাই নিশ্চিত ভাবেই বড় ঝুঁকি নিয়েছেন জওয়ানরা। একটি অস্থায়ী খাটকেই স্ট্রেচারে বদলে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখুন ভিডিও।