বাংলা নিউজ >
দেখতেই হবে >
Crocodile in University: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১১ ফুটের কুমির! গুজরাটের বন্যায় ভয়াবহ ছবি ঘিরে উদ্বেগ
Updated: 29 Aug 2024, 06:24 PM IST
Laxmishree Banerjee
গুজরাটে অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। নদী ছেড়ে জনবসতিতে ঢুকে পড়ছে কুমির। এমন পরিস্থিতিতে, গুজরাটের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার ১১ ফুট লম্বা কুমির। শিক্ষার্থীদের তৎপরতায় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পাস থেকে বিশাল কুমিরটিকে উদ্ধার করে।গত পাঁচ দিনে এই নিয়ে দশটি কুমির উদ্ধার করা হল। নদীর জল কমলে কুমিরগুলোকে আবার জলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।