নাগেরবাজার ভয়াবহ অগ্নিকাণ্ড, পরপর কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন
Updated: 12 Jul 2024, 01:32 PM IST Sayani Rana শহরের বড় বড় মলের পর এবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দমদমে। সেখানে যশোর রোডের নাগেরবাজার এলাকায় লাগে আগুন। খবর, গেঞ্জি কারখানা ও আইসক্রিম কারখানা-সহ, গোডাউনে আগুন লাগে। ভোর তিনটে নাগাদ লাগে আগুন। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একটি কারখানা থেকে আরও একটি কারখানায়, তারপরে গোডাউনে লাগে আগুন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। কী করে আগুন লাগলো, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও। সুজিত বসু কী বললেন? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।