বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন মহারাজ! সকাল সকাল সেরে ফেললেন পুষ্পাঞ্জলীও
- বাগদেবীর আরাধনায় মাতলেন মহারাজ। বসন্ত পঞ্চমীর দিন আজ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও যোগ দিতে দেখা যায় সরস্বতী পুজোর আয়োজনে। তাঁর বাসভবনেই এদিন আয়োজিত হয়েছে পুজো। এদিকে,বিদেশে পড়তে যাওয়ার দরুন এই বছর সরস্বতী পুজোয় কলকাতায় নেই সানা। পুজোর আবহে মেয়ে সানাকে কতটা মিস করছেন সৌরভ? তা উঠে এল মহারাজের বক্তব্যেই!