'জাতীয়তাবাদ' শব্দটি ব্যবহার করতে মানা করলেন RSS প্রধান মোহন ভগবত!
বিজেপি নেতাদের মুখে কথায় কথায় শোনা যায় জাতীয়তাবাদের বাণী। অন্যদিকে এবার সেই জাতীয়তাবাদ শব্দটি ব্যবহার করতে মানা করলেন সরসংঘচালক মোহন ভগবত। আরএসএস প্রধান বলেন জাতীয়তাবাদ শব্দটির মধ্যে নেতিবাচক একটা ছাপ পড়ে গিয়েছে। অনেকে তার সঙ্গে হিটলার, নাজিবাদ ও ফ্যাসিবাদকে যুক্ত করে দিচ্ছেন। এই কারণে তিনি বলছেন যে দেশ বা দেশাত্মবোধের কথা বলা ভালো কিন্তু জাতীয়তাবাদ শব্দটি এড়িয়ে যাওয়া উচিত। রাঁচিতে একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।একই সঙ্গে তিনি বলেন যে আরএসএস দেশের লোকজনের মধ্যে দেশাত্মবোধ ও হিন্দুত্বের ভাবধারা জাগ্রত করতে সচেষ্ট। সেটাই তাদের লক্ষ্য। ভারতকে বিশ্বগুরু হিসাবে তুলে ধরার ব্যাপারে জোর দিতে হবে বলে জানান তিনি। দেখুন পুরো ভিডিও-