বাংলা নিউজ > বিষয় > Mithila palkar
Mithila palkar
সেরা খবর
সেরা ভিডিয়ো

অভিনয় থেকে দূরে থাকলেও লাইমলাইট সবসময়ই ঘিরে রয়েছে শাহরুখ খানকে। তাঁর জিরো ব্যর্থ হলেও বি-টাউনের অন্যতম 'কামিয়াব' অভিনেতা তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশ থেকে দূরে থাকলেও প্রযোজনার কাজ চালিয়ে যাচ্ছেন এসআরকে। প্রযোজক শাহরুখের নতুন ছবি কামিয়াব মু্ক্তি পাচ্ছে শুক্রবার। এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের মধ্যমণি হয়ে উঠলেন বাদশা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে হার্দিক মেহতা। শাহরুখ ছাড়াও এদিনের স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অর্জুন কাপুর, রাজ কুমার রাও, চিত্রাঙ্গদা সিং, এলি আব্রাহামরা।