বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা। (File Photo/PTI)
(HT_PRINT)Coromandel express accident
গত ২রা জুন ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল ওড়িশায়। (File Photo/PTI)
(HT_PRINT)করমণ্ডল দুর্ঘটনায় ২৮ দেহের দাবিদার নেই, হতে পারে উত্তরবঙ্গের কারোর, এবার গণদাহ
Updated: 08 Oct 2023, 11:50 PM IST লেখক Satyen Palহিসাব বলছে, ২৯৬টি দেহের মধ্য়ে ১৬২টি দেহকে এইমস ভুবনেশ্বরে রাখা ছিল। ৮১টি দেহ তুলে দেওয়া হয় প্রিয়জনের হাতে। বাকি ৮১টির মধ্যে ৫৩টি ডিএনএ মিলিয়ে দেওয়া হয় প্রিয়জনদের হাতে। কিন্তু ২৮ দেহের কেউ দাবিদার নেই।
কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হল আব্বাসের দেহ। নিজস্ব ছবি
‘ভেবেছিলাম ছেলে বেঁচে আছে’ ৪২ দিন পর করমণ্ডলে মৃত আব্বাসের দেহ পেয়ে শোক
Updated: 25 Jul 2023, 08:11 PM IST প্রতিবেদক MD Aslam Hossainদক্ষিণ ২৪ পরগনার হারুর পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত মধুসূদন পুর গ্রাম পঞ্চায়েতের ৬৪ বাড়ি এলাকায় যুবক আব্বাস উদ্দিন শেখ। ভিন রাজ্যে করমণ্ডল এক্সপ্রেসে জোগাড়ের কাজে যাচ্ছিলেন। কিন্তু, ২ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। তবে প্রথমে ছেলেকে কোনওভাবেই খুঁজে পাচ্ছিল না পরিবার।
গত ২ জুন ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল ওড়িশায়। (AFP)
(HT_PRINT)গত ২ জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছিল (PTI)
(HT_PRINT)প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন। (PTI Photo)
(PTI)'দায় এড়াতে অন্তর্ঘাতের তত্ত্ব,' করমণ্ডল দুর্ঘটনায় মোদীকে একহাত নিল কংগ্রেস
Updated: 05 Jul 2023, 04:39 PM IST লেখক Satyen Palরেল দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে চলে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি অবশ্য দুর্ঘটনার পেছনে একটি বিশেষ কারণকে চিহ্নিত করেন। তিনি জানিয়েছিলেন, পয়েন্ট মেশিনের সেটিংকে বদলানো হয়েছে। তদন্তেই জানা যাবে কীভাবে ও কেন এটা হয়েছিল।
প্রতীকী ছবি
(MINT_PRINT)হাওড়ার বাঁকড়ানয়াবাজ স্টেশনেও ঘটতে পারত করমণ্ডলের মতো দুর্ঘটনা!
Updated: 04 Jul 2023, 10:30 AM IST লেখক Abhijit ChowdhuryCRS Repost on Balasore Crash: গত ২ জুন সন্ধ্যা ৭টা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। মেন লাইনের বদলে লুপ লাইনে প্রবেশ করার জেরেই এই বিপত্তি ঘটেছিল। করমণ্ডল দুর্ঘটনার আগে এই একই ধরনের ঘটনা ঘটেছিল হাওড়ার বাঁকড়ানয়াবাজ স্টেশনে।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা
(HT_PRINT)'সিগন্যালিং মেরামতিতে ত্রুটির কারণইে করমণ্ডল দুর্ঘটনা', বলছে রেলের রিপোর্ট
Updated: 04 Jul 2023, 09:59 AM IST লেখক Abhijit ChowdhuryBalasore Train Crash: রেলের রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে এবং দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে, এই দু'বার সিগন্যালিংয়ের মেরামতিতে ত্রুটি ছিল। এর জেরেই যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেসটি লুপ লাইনে ঢুকে মালগাড়িকে ধাক্কা মারে এবং পরে হমসফর এক্সপ্রেসের ধাক্কায় এত লোকের মৃত্যু হয়।
বালাসোর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের
(HT_PRINT)কার ভুলে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা? রিপোর্ট জমা দিল রেল সুরক্ষা কমিশনার
Updated: 01 Jul 2023, 10:04 AM IST লেখক Abhijit ChowdhuryCoromandel Express Crash: এর আগে এই দুর্ঘটনা নিয়ে একটি প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছিল সিআরএস। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিগন্যালিং কন্ট্রোল রুমের ভিডিয়োয় দেখা গিয়েছে যে ভুল লাইনে ঢুকে পড়ে আপ ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। এই মারাত্মক ভুলের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বালাসোর দুর্ঘটনা
(HT_PRINT)করমণ্ডল দুর্ঘটনার জের, বদল করা হল দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে
Updated: 01 Jul 2023, 09:45 AM IST লেখক Abhijit ChowdhuryBalasore train accident: গত ২ জুন সন্ধ্যায় বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের।
ভয়াবদ দৃশ্য বাঁকুড়ায়। (ছবি সৌজন্যে সংগৃহীত)
ওড়িশার ভয়াবহ স্মৃতি বাঁকুড়ায়, একই লাইনে ঢুকে মালগাড়িতে ধাক্কা মালবাহী ট্রেনের
Updated: 25 Jun 2023, 08:11 AM IST লেখক Ayan DasTrain accident in Bankura: বাঁকুড়ায় ওন্দায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হল। চলতি মাসের গোড়ায় ওড়িশার বালাসোরে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, কার্যত সেটারই পুনরাবৃত্তি হল। যাত্রীবাহী ট্রেনের পরিবর্তে মালগাড়ি হওয়ায় প্রচুর মানুষের জীবনরক্ষা পেল।
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। (PTI)
(HT_PRINT)সিগন্যাল ব্যবস্থায় 'শর্টকাট', করমণ্ডল দুর্ঘটনার আগেই উদ্বেগের চিঠি রেলবোর্ডের
Updated: 15 Jun 2023, 04:21 PM IST লেখক Satyen Palগত ২ জুন ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বহু মানুষের মৃত্যু হয়। করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি পণ্যবাহী গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে তারপরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্য়ান্য় আধিকারিকরা প্রাথমিকভাবে সিগন্য়াল ব্যবস্থার কোনও গলদের দিকেই ইঙ্গিত দিয়েছিলেন।
প্রিয়জনের দেহ পেতে অনন্ত অপেক্ষা। হিন্দুস্তান টাইমস
DNA রিপোর্ট আসেনি, শনাক্ত করেও ছেলের দেহ পেলেন না বাবা, বিভীষিকার করমণ্ডল
Updated: 14 Jun 2023, 06:34 PM IST লেখক Satyen Palমালদার অশোক রবি গত ৯দিন ধরে তার ভাইয়ের দেহ পাওয়ার জন্য় অপেক্ষা করছেন। মৃতের নাম কৃষ্ণ রবিদাস। যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই ভয়াবহ দুর্ঘটনা। বেল্ট, জিন্সের প্যান্ট দেখে ভাইকে চিনতে পেরেছেন দাদা।
ছেলেকে ফিরে পেলেন বাবা। হিন্দুস্তান টাইমস
এভাবেই করমণ্ডল এক্সপ্রেসে চড়ে দক্ষিণভারতে যান বহু পরিযায়ী শ্রমিক। (Photo by Samir Jana/ Hindustan Times)
(Hindustan Times)ভয়াবহ দুর্ঘটনা বালেশ্বরে। (File)
(HT_PRINT)করমণ্ডল বিপর্যয়ের পেছনে জঙ্গিদের হাত!নাশকতার চেষ্টা? মোদীকে খোলা চিঠি বিশিষ্টদের
Updated: 10 Jun 2023, 10:58 PM IST লেখক Satyen Palসব মিলিয়ে ২৭০জন স্বাক্ষর করেছেন চিঠিতে। ১৪জন আদালতের প্রাক্তন বিচারপতি। ১১৫জন প্রাক্তন আমলা আর ১১৪জন প্রাক্তন সেনা আধিকারিক।তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অবশ্য বালাশোরের ঘটনাকে এখনও অন্তর্ঘাতমূলক বলে উল্লেখ করেননি।
ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার জেরে আজ ও আগামিকাল ৩৬ টি ট্রেন বাতিল করা হয়েছে। (ছবি সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
দুর্ঘটনার জেরে আজ ও আগামিকাল বাতিল ৩৬ ট্রেন; ধৌলি-সহ কোন কোন এক্সপ্রেস চলবে না?
Updated: 09 Jun 2023, 06:57 AM IST লেখক Ayan Dasদক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালাসোরের বাহানগা বাজার স্টেশনের লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার এবং শনিবার মোট ৩৬ টি 'ট্রেন বাতিল করা হয়েছে। যে বাহানগা স্টেশনেই গত শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।
পুরীগামী ট্রেনের AC কোচের নীচে আগুন, রক্ষা বরাতজোরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পুরীগামী ট্রেনের AC কোচের নীচে আগুন, রক্ষা বরাতজোরে; বড় বিপদ এড়ানো গেল ভদ্রকেও
Updated: 09 Jun 2023, 12:27 AM IST লেখক Ayan Dasডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন দেখা যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লেগেছিল। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি।
পরিজনদের খুঁজে পাচ্ছে না পরিবার (AP Photo/Rafiq Maqbool)
(AP)একই দেহ চাইছে চার পরিবার, কোচবিহারের বডি চলে গেল বিহারে, বিভীষিকার করমণ্ডল
Updated: 09 Jun 2023, 12:14 AM IST লেখক Satyen Palকরমণ্ডল যেন ওলটপালট করে দিয়েছে সব কিছুই। আজও রেললাইনের পাশে ব্যাগের অংশ, ভাঙা চুরি। এদিকে যত দিন যাচ্ছে ততই দেহগুলিকে আর চেনা যাচ্ছে না। একেবারে পচে, গলে যাচ্ছে। কিছু চুড়ি, জামাকাপড় দেখে চিনতে হচ্ছে।
ওড়িশা দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদানের আগে মমতা বন্দ্যোপাধ্যায়।