বিশ্বকাপ জয়ের পরই মাঠে এবং ড্রেসিংরুমে লিওনেল মেসির উল্লাসের ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অবশ্য এরই মাঝে পরিবারের সঙ্গে মেসির কাটানো মুহূর্তগুলিও ঘোরাফোরা করছে নেটমাধ্যমে। লুসাইল স্টেডিয়ামে মেসির ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, সন্তান থিয়াগো, সিরো ও মাতেও এবং তাঁর মা সেলিয়া মারিয়া কুকিটিনি।