ভারতের বৃহত্তম অনলাইন মুদি খানার ব্যবসাকে কিনে নিচ্ছে Tata Sons Pvt. Ltd । কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় দাখিল হওয়া নথি অনুযায়ী প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার দর দিচ্ছে রতন টাটার সংস্থা। ভারতীয় মুদ্রায় যা ৭ হাজার কোটি টাকারও বেশি।
টাটা সন্স-এর ডিজিটাল পরিষেবা শাখা টাটা ডিজিটাল প্রাইভেট লিমিটেড মূলত বিনিয়োগ করছে। আপাতত সুপারমার্কেট গ্রসারি সাপ্লাইজ প্রাইভেট লিমিটেড-এর ৬৪.৩% শেয়ার হস্তান্তরিত হবে বলে জানা গিয়েছে।
এই ডিল-এর সঙ্গে ওয়াকিবহাল, টাটা গোষ্ঠীর এক কর্তার কথায়, সপ্তাহখানেক আগেই টাটা সন্স-এর একটি বোর্ড মিটিং হয়। সেখানেই শেষমেশ বিগবাস্কেট-এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত কয়েক বছরে ক্রমেই নিজেদের ব্যবসা বৃদ্ধি করেছে বিগবাস্কেট। এছাড়া করোনা পরিস্থিতিতেও মুদিখানার সামগ্রী কিনতে অনেক নতুন ক্রেতা তাদের অ্যাপের দ্বারস্থ হয়েছেন। ফলে, আগামিদিনে বিগবাস্কেট যে আরও বড় ব্যবসায় পরিণত হবে, তা বলাই বাহুল্য।
এর আগে ২ ডিসেম্বর মিন্ট-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় বিগবাস্কেট-এর প্রায় ৮০ শতাংশ ক্রয়ের পরিকল্পনা করছে টাটা গোষ্ঠী। এর ফলে বিগবাস্কেট-এর মোট বাজারদর দাড়িয়েছে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারে।