বাংলা নিউজ > টেকটক > পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে 'সম্ভাব্য বিপজ্জনক' গ্রহাণু, কখন আসবে?
পরবর্তী খবর
একটি বিশালাকার 'সম্ভাব্য বিপজ্জনক' গ্রহাণু। আকারে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দ্বিগুণ। নাসা জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পৃথিবীর নিকট দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু।
418135 (2008 AG33) নামের গ্রহাণুটির আনুমানিক ব্যাস ১,১৫০ থেকে ২,৫৬০ ফুট (৩৫০ থেকে ৭৮০ মিটার)। পৃথিবীর কক্ষপথে ঘণ্টায় ৩৭,৪০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। সৌভাগ্যক্রমে, গ্রহাণুটি ঝুঁকিহীনভাবেই পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে। আরও পড়ুন : বাজারে এল Apple-এর জলের বোতল, দাম শুনলে আঁতকে উঠবেন
গ্রহাণুটি শব্দের ৩০ গুণেরও বেশি গতিতে ছুটে যাবে। পৃথিবীর প্রায় ৩২ লক্ষ কিলোমিটার দুরত্বে আসবে। এটি পৃথিবী এবং চাঁদের মধ্যেকার গড় দূরত্বের প্রায় আট গুণ। এটা অনেক বড় মনে হতে পারে। তবে মহাজাগতিক মান অনুসারে, এটি অনেকটাই কম।