Artemis 1 Launch: জ্বালানি ভরার সময়ে একের পর এক সমস্যা। ঝড়। তবে শেষ পর্যন্ত সুষ্ঠভাবেই লঞ্চ হল। ১৬ নভেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ১৭ নাগাদ কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ হল NASA-র আর্টেমিস 1-এর। নাসা জানিয়েছে, আর্টেমিস I-এর মাধ্যমে চাঁদ এবং মঙ্গল গ্রহে মহাকাশচারী প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আর্টেমিসের উড়ান। ছবি সৌজন্যে- এএফপি
Artemis 1 Launch: জ্বালানি ভরার সময়ে একের পর এক সমস্যা। ঝড়। তবে শেষ পর্যন্ত সুষ্ঠভাবেই লঞ্চ হল। ১৬ নভেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ১৭ নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ হল NASA-র আর্টেমিস 1-এর।
পরিকল্পনামাফিক উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর, কোর স্টেজের ইঞ্জিনগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। মূল স্টেজটি বাকি রকেট থেকে আলাদা হয়ে যায়। এর পর, ওরিয়ন মহাকাশযানটি ইন্টেরিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজের (ICPS) মাধ্যমে চালিত হয়। নাসা এই ওরিয়ন মহাকাশযানের চারটি সোলার অ্যারেও কার্যকর করেছে। আরও পড়ুন: ফ্লোরিডায় হ্যারিকেন-তাণ্ডব! কবে মহাকাশের পথে পাড়ি দিচ্ছে নাসার 'মুন রকেট' Artemis 1?
এর আগে ১৪ নভেম্বর আর্টেমিস 1 মিশনের উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় নিকোলের কারণে এটি স্থগিত করা হয়। SLS রকেট এবং ওরিয়ন মহাকাশযান ঝোড়ো আবহাওয়ার কারণে লঞ্চ কমপ্লেক্সে রেখে দেওয়া হয়েছিল। এদিকে প্রবল ঝড়ের কারণে তার সামান্য ক্ষতিও হয়েছিল। এর আগে রকেট এবং মহাকাশযানের বিভিন্ন সমস্যার কারণে মিশন পিছিয়েছিল নাসা। প্রথমবার লঞ্চের আগে RS-25 ইঞ্জিনের একটিতে লিকেজের সমস্যা দেখা দেয়। দ্বিতীয়বারও হাইড্রোজেন লিকের কারণে উৎক্ষেপণ বাতিল করা হয়।
জানিয়েছে, আর্টেমিস I-এর মাধ্যমে চাঁদ এবং মঙ্গল গ্রহে মহাকাশচারী প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধরা যেতে পারে। আগামিদিনে আরও জটিল বিভিন্ন মিশনের মাধ্যমে এই দুই মহাকাশ প্রান্তে মানুষ পাঠাবে নাসা। তারই প্রস্তুতি চলছে। আর্টেমিস II-তে মহাকাশচারী থাকবেন।
কক্ষপথে পৌঁছনোর পর, ICPS একটি ট্রান্স-লুনার ইনজেকশন (TLI) বার্নের জন্য ইঞ্জিন চালু করেছে। এর মাধ্যমে ওরিয়ন মহাকাশযানটি এবং দশটি কিউবস্যাট চাঁদের গতিপথে পৌঁছে যাবে। ওরিয়ন তখন ICPS থেকে আলাদা হয়ে যাবে। এরপর ICPS স্টেজ অ্যাডাপ্টারটি দশটি কিউবস্যাট স্থাপন করবে। এগুলি বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুত্তির পরীক্ষা-নিরীক্ষায় কাজে লাগবে।
অন্যদিকে মূল ওরিয়ন মহাকাশযানটি চাঁদের চারপাশে দূরবর্তী বিপরীতমুখী কক্ষপথে(DRO) পৌঁছে যাবে। সেখানে ৬ দিন কাটাবে। সব মিলিয়ে মহাকাশে প্রায় ৩ সপ্তাহ কাটাবে ওরিয়ন।
ওরিয়ন মহাকাশযানে মানুষ নেই বটে। তবে তিনটি সেন্সর-ঠাসা ম্যানেকুইন রয়েছে। এর মাধ্যমে অভিযানের সময় ক্রু সদস্যরা কেমন অভিজ্ঞতার সাক্ষী হতেন, তার তথ্য পাওয়া যাবে।